পুলিশ সুপারের সাথে ডিএসবি, সদর কোর্ট, অফিসার্স ও ফোর্সদের মতবিনিময়

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ডিএসবি, সদর কোর্ট ও ট্রাফিক বিভাগ, অফিসার্স ও ফোর্সদের এর সাথে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১জুলাই (সোমবার) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সভার শুরুতে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম সকল অফিসার ও ফোর্সবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

পুলিশ সুপারের পরিচয় পর্ব শেষে সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, জঙ্গি, সন্ত্রাস, চোরাচালান, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি, দস্যুতা রোধকল্পে অগ্রিম তথ্য প্রদান ও নির্মূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে সবাইকে একযোগে কাজ করতে হবে। সকল প্রকার ভেরিফিকেশন ও তদন্ত রিপোর্ট স্বচ্ছতার সাথে দ্রুত সময়ে প্রদান করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করার আহ্বান জানান। জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার জন্য দিকনিদের্শনা প্রদান করেন।

চাঁদপুর জেলার ট্রাফিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ সুপার ট্রাফিক বিভাগে দায়িত্বরত সকল কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন।

ট্রাফিক অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, কারো অগ্রহণযোগ্যতা অপেশাদারিত্বের বিনিময়ে ঐতিহ্যবাহী পুলিশ বাহিনীর কোন বদনাম ডেকে আনা যাবে না।

পরে তিনি সদর কোর্ট এর হাজত খানা, সমন, মালখানা, ওয়ারেন্ট এবং গুরুত্বপূর্ণ রেজিস্টার সমূহ নিয়ে আলোচনা করেন। হাজত খানা, কোর্ট প্রাঙ্গনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার জন্য দিকনিদের্শনা দেন।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর