চাঁদপুর খবর রির্পোট: কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, কচুয়া উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক, কচুয়া উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকোট মো: হেলাল উদ্দিন ও জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রোকেয়া বেগমের ছেলে মোতাহের হেলাল রিজন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
২৮জুলাই সারাদেশে একযোগে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
সে ঢাকা রাজউক মডেল কলেজ থেকে এসএসসি পরীক্ষায় (ইংরেজি মাধ্যম) বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহন করে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উর্ত্তীণ হয়।
তার কৃতিত্বপূর্ন ফলাফলে তার বাবা অ্যাডভোকেট মো: হেলাল উদ্দিন, তার মা অ্যাডভোকেট রোকেয়া বেগম সকলের নিকট দোয়া কামনা করেছেন।
রিজন ভবিষ্যতে এক জন ভালো মানুষ হিসেবে দেশ ও সমাজ সেবায় অবদান রাখতে চায়।