চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর শহর সমাজসেবা উন্নয়ন কার্যক্রম সমন্বয় পরিষদ ও শহর সমাজসেবা কার্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪ জুলাই (সোমবার) বিকাল ৪টায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার ল্যাবে কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন ও সভাপতির বক্তব্য রাখেন, সমন্বয় পরিষদের সভাপতি মোঃ সালাউদ্দিন আহমেদ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার।
চাঁদপুর শহর সমাজ উন্নয়ন কার্যক্রম সমন্বয় পরিষদ ও শহর সমাজসেবা কার্যালয়ের কার্যনির্বাহী সদস্য-সচিব ও সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমন্বয় পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, নবাগত সমাজসেবা অফিসার মোঃ মাহামুদুল হাসান, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ মোঃ শাহজালাল।
এসময় চাঁদপুর পৌরসভা এলাকার সকল নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধিবর্গগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে চাঁদপুর শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহামুদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।