মতলবে ভিজিডি কার্ডের চাউল আত্মসাতের অভিযোগ

মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুবিধাভোগী ভিজিডি কার্ডধারীদের চাউল না দিয়ে আত্মসাতে অভিযোগ উঠেছে ।

এ বিষয়ে পারুল বেগম ও শাহিনুর আক্তার নামে দুইজন সুবিধাভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের কাছে একটি লিখিত অভিযোগ করেছে ।

অভিযোগ সুত্রে জানাযায় উপাদী উত্তর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের বাসিন্দা গোমাল মোস্তফার স্ত্রী পারুল বেগম কার্ড নাম্বার ২২৬ ও শাহিনুর আক্তার কার্ড নাম্বার ২২৭ জানুয়ারী ২০২৩ থেকে বিজিডি চাউল পাচ্ছে না ।

অভিযোগে তারা বলেন গত ২০২২ সালের নভেম্বর মাসে মাইকিং করে জানানো হয় আমাদের কার্ড অনলাইন করতে হবে । তখন আমারা ইউনিয়ন পরিষদে গিয়ে অনলাইন করি । জানুয়ারী ২০২৩ সালে এই ইউনিয়নে ২৮০ জন সুভিধাভোগীর নামে বিজিডি চাউলের কার্ড অনুমদন দেওয়া হলেও আমারা কার্ডও পাচ্ছিনা চাউলও পাচ্ছিনা।

কার্ডের বিষয়ে ইউপি সদস্য মামুন মিয়াজীর কাছে গেলে ওনি বলেন চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধান জানে আর চেয়ারম্যানের কাছে গেলে ওনি বলেন ওই ওয়ার্ডের কার্ড আমি মেম্বারকে দিয়ে দিয়েছি । তাহলে আমরা যদি চাউল না পাই তাহলে আমাদের চাউল কারা আত্নসাত করছে । তাই উপায়অন্ত না পেয়ে আমরা নির্বহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছি যাতে অভিযোক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় ।

এ বিষয়ে ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মামুন মিয়াজী বলেন চেয়ারম্যান সাহেব আমাকে ২২ টি কার্ড দিয়েছে আমি যাদের কার্ড তাদেরকে দিয়েছি । ওনাদের কার্ডের বিষয়ে আমি কিছু জানিনা ।

ইউপি চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধান বলেন বিষয়টি আমি শুনেছি কেন ওনারা কার্ড পায়নি কার ভূলে এমনটা হয়েছে আমি দেখছি ।

নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন আমি অভিযোগ পেয়েছি বিষয়টি মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে ।

সম্পর্কিত খবর