মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান খান বোরহানের গণসংযোগ

মাসুদ হোসেন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে প্রচার প্রচারণা, কুশল বিনিময় ও গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী মৎসজীবি লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা মৎসজীবি লীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে চাঁদপুরের পুরাণ বাজারের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ চালান তিনি। এসময় উক্ত এলাকার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন রেদওয়ান খান বোরহান।

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব রেদওয়ান খান বোরহান কুশল বিনিময়কালে বলেন, আমি আপনাদেরই সন্তান। এই পুরাণ বাজার এলাকাটি চাঁদপুরের পূর্বপুরুষদের রাজনৈতিক একটি অঞ্চল। তাই এখান থেকেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু করেছি। আমি চাঁদপুর-৩ (সদর-হাইমচর) মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আরো সামনে এগিয়ে যেতে উৎসাহ পাবো।

তিনি আরো বলেন, জেলার সবচেয়ে বড় এলাকা ও বেশি ভোটার নিয়ে গঠিত এ আসনে প্রতিদ্বন্ধিতা করতে এমন ব্যক্তি হতে হবে যিনি মাঠে ময়দানে সব সময় থাকেন। নেতাকর্মীরা যাকে সুখে-দুঃখে কাছে পান, যারা মাঠে ময়দানের সমস্যা বোঝেন। এ ছাড়া এ আসনটি চাঁদপুর সদর উপজেলা ছাড়াও হাইমচর উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে যিনিই ভবিষ্যতে এমপি হবেন তাকে উন্নয়ন বরাদ্দ সেভাবে দ্বিগুণ আদায় করার মতো চিন্তা ও যোগ্যতা থাকতে হবে। আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। অতীতের ন্যায় আগামীতেও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

পরে চাঁদপুর পুরাণবাজার জামে মসজিদে জুম্মার আদায় করেন এবং উপস্থিত মুসল্লীদের কাছে সকল ভাষাবীরসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন। নামাজ আদায় শেষে রেদওয়ান খান বোরহান মসজিদের সামনে উপস্থিত অসহায়দের মাঝে আর্থিক সহায়তা করে বিদায় নেন।

উক্ত কার্যক্রমে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর