মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, উঠান বৈঠকের মূল উদ্দেশ্য হলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে জনগণের খুব কাছাকাছি যাওয়া এবং তাঁর নির্দেশনা ঘরে ঘরে পৌঁছে দেওয়া।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভিটিকান্দি মোল্লা বাড়িতে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানভীর হুদা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ এখন সম্পূর্ণভাবে নির্বাচনমুখী হয়ে উঠেছে। বিগত ১৭ বছরের আওয়ামী জুলুম ও ভোট ডাকাতির রাজনীতির কারণে মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা পরিবর্তনের জন্য অপেক্ষা করছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। জনগণের তাদের প্রত্যাখ্যান করেছে। তাদের পালিয়ে যাওয়ায় প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তানভীর হুদা আরও বলেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। জামায়াতে ইসলাম পিআর-পদ্ধতিরা নির্বাচনের দবিতে বিলম্বের পাঁয়তারা করছে। এদেশের মানুষ পিআর সিস্টেম বুঝেনা।

তবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি এবার জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় আসবে। তিনি বলেন, ধানের শীষের প্রতীক কাকে দেওয়া হবে তা দল নির্ধারণ করবে, তবে জনগণ যাকে পছন্দ করবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। বিএনপিতে প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিহিংসা নেই। তানভীর হুদা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা চাঁদাবাজি, সন্ত্রাস, দরবার ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব অনৈতিক কর্মকাণ্ডে যুক্তদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফার সঙ্গে অতিরিক্ত আরও তিনটি বিষয় সম্পর্কে বলেছেন ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও ফারমার্স কার্ড। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিককে ধাপে ধাপে এসব সুবিধার আওতায় আনা হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়। তানভীর হুদা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এ ভঙ্গুর অবস্থা থেকে দেশকে পুনরুদ্ধার করতে হলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতেই হবে। উ

পজেলা তাতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সির সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. রুবেল প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, দূর্গাপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মাহমুদা বেগম, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহসিন মুক্তার, ও যুবদল নেতা রোকন সরকার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, দূর্গাপুর ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি মোস্তফা, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, উপজেলা তাতীদলের সহসাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন,

বিএনপি নেতা মনির হোসেন। তাতী দলের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন প্রমুখ।

সম্পর্কিত খবর