
মো:শওকত করিম : হাজীগঞ্জের শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ণ জিউর আখড়াতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন ,“আপনার এক শেয়ারের কারণে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার দায় আপনাকেই নিতে হবে। গুজবে কান দেবেন না, যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করবেন না। আমরা সম্প্রীতি নষ্ট হতে দেবো না।” এভাবেই বক্তব্য রাখলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বুধবার (১ অক্টোবর ২০২৫) রাতে হাজীগঞ্জের শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ণ জিউর আর্যভতে দুর্গাপূজা মণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, সেনাবাহিনীর ২১ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন পিএসসি, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, “গত চারদিন ধরে আমরা জেলার প্রতিটি পূজামণ্ডপ পর্যবেক্ষণ ও সরেজমিনে ঘুরে দেখেছি। উৎসবমুখর পরিবেশে পূজা চলছে। হাজারো মানুষ পূজায় অংশ নিচ্ছেন, আনন্দ করছেন, উপভোগ করছেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। এটাই প্রমাণ করে আমরা কতটা শান্তিপ্রিয় ও উৎসবমুখর জাতি।” তিনি আরও বলেন, “বিজয়া দশমীতে যথাসময়ে দেবী দুর্গা বিসর্জন দেবেন। হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা যেন দেশের ও সমাজের মঙ্গল কামনা করেন, যাতে কেউ এদেশের সম্প্রীতি নষ্ট করতে না পারে।”
পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় রাখা হয়েছে কঠোর ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ, আনসার, ডিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকের পুলিশ, মোবাইল টিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও সতর্ক অবস্থানে রয়েছেন।
এ বছর হাজীগঞ্জ উপজেলার ২৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসকের আশ্বাসে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও উৎসাহ।




