
স্টাফ রিপোর্টার: ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেছেন, একটি বাসযোগ্য শহর করতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। যেখানে নাগরিকরা শহরের সকল সুবিধা পাবেন।
সেমতে জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনাসহ সকল কিছু নিরসন করে সড়ক বাতি স্থাপন, বিনোদন কেন্দ্র স্থাপনসহ নানা কার্য সাধনের লক্ষ্যে স্থানীয় সরকারের ব্যবস্থাপনায় ফরিদগঞ্জ পৌরসভার বিশ বছর মেয়াদী মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।
এই মহাপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ধাপ রয়েছে। আজকে মহাপরিকল্পনা প্রণয়নে প্রতিষ্ঠান শেলটেক কর্তৃক জরিপকৃত তথ্য উপস্থাপনের জন্যেই এই কর্মশালা। আশা করছি এই কর্মশালার মাধ্যমে জরিপে বাদ পড়া তথ্যগুলো সংযোজিত হয়ে ফরিদগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটির বাস্তব চিত্র উঠে আসবে। একই সাথে মহাপরিকল্পনা প্রণয়নে প্রতিষ্ঠানের জন্যে আরো নিখুঁতভাবে কাজ করা সহজ হবে। এই মহাপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি আপাত দৃষ্টিতে আমাদের সামনে যে সকল গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলোও অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা সম্ভব হবে।
বুধবার (৯ জুলাই ২০২৫) সকালে ফারদগঞ্জ পোরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে জরিপকৃত তথ্য উপস্থাপন কর্মশালায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। জরিপকৃত তথ্য উপস্থাপন করেন শেলটেক এর সিনিয়র কনসালটেন্ট নগর পরিকল্পনাবিদ আল-আমিন নূর। তাঁকে সহযোগিতা করেন সহকারী নগর পরিকল্পনাবিদ সাজিদ ইকবাল ও আব্দুল বাছেত অর্নব।
মহাপরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যের বিষয়ে বলা হয়, পরিকল্পিত উপায়ে নগর সেবা ও সুযোগ-সুবিধা উন্নত করে জীবনযাত্রার মান বৃদ্ধি করা; স্থানীয় ও জাতীয় পরিবর্তনের প্রভাব সমন্বয়ের মাধ্যমে এবং উন্নয়নের জন্যে নির্দেশনা দেওয়া; পৌরসভাকে জলবায়ু ঝুঁকির বিবেচনায় গৃহীত নগর মহাপরিকল্পনা মাধ্যমে জলবায়ু সহনশীল তৈরি করা; জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ওয়ার্ডভিত্তিক অগ্রাধিকার চিহ্নিত করে অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে বহুখাতের বিবিধ পরিকল্পনা প্রণয়ন করা; ভূমি ব্যবহার ও স্থাপন নির্মাণের ক্ষেত্রে জোনিং এবং ইমারত নির্মাণ আইন ও বিধির মাধ্যমে পৌরসভার জন্যে সামঞ্জস্যপূর্ণ ও সুবিন্যস্ত উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করা; পৌরসভাকে অর্থনৈতিকভাবে কার্যকর করতে পূর্ববর্তী মহাপরিকল্পনা সমূহ হালনাগাদ পূর্বক যুগোপযোগী মহাপরিকল্পনা প্রণয়ন।
উপজেলা পরিষদের সভাকক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, পৌর সহায়তা কমিটির সদস্য ইউএইচএফপিও ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন,
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আব্দুস ছোবহান লিটন, সাবেক সহ-সভাপতি মো. মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক নারায়ণ রবিদাস, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মমিনসহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ।




