![](https://chandpurkhobor.com/wp-content/uploads/2024/03/Screenshot_20240307_232042_Gmail.jpg)
চাঁদপুর খবর রির্পোট : নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সভায় ২০২৪-২০২৫ সালের (দুই বছরের জন্য )নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের ক্যাফে কর্ণার ভবনের চতুর্থ তলার অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় আংশিক নতুন কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনের উপদেষ্টা এবং দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সাধারণ সভায় সমজোতা কমিটির সুপারিশ এবং উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে সোহেল রুশদীকে নতুন কমিটির গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ সিনিয়র ৪জন সদস্য দায়িত্ব প্রদান করেন।
নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার ২০২৪-২০২৫ সালের কমিটিতে আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন এমএ লতিফ ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল। এছাড়া আংশিক কমিটির মধ্যে আছেন সহ-সভাপতি আব্দুর রহমান গাজী, সহ-সভাপতি মুসাদ্দেক আল আকিব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম। এছাড়া ১নং কার্যকরী সদস্য মো. শওকত করিম।
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নতুন সংগঠনের উপদেষ্টা দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও সভাপতি এমএ লতিফ।
এ সময় সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য এস এম জিয়াউল হক, প্রকৌশলী খোকন চন্দ্রশীল, আব্দুর রহমান গাজী, মুসাদ্দেক আল আকিব ,মো. শওকত করিম,রাজিব আচার্যী, শাহআলম, মাহবুব জুয়েল, মনির হোসেন, আল মামন শনি, শরীফুল ইসলাম, সাইফুল ইসলাম আকাশ, নুরজাহান বেগম কুমকুম, মো. আলী খান,
সাইফুল ইসলাম দিলদার, হাবিব মিজি, মোখলেছুর রহমান, ইসমাইল খান বাদল, শাহাদাত হোসেন, জসিম উদ্দিন, মুকবুল হোসেন, মো. গাফফার, সুজয় চৌধুরী লিটন, রুবেল বেপারী, বাদশা ভূইয়া, লিটন খান, হারুন অর রশীদ, কামরুল ইসলাম পাটোয়ারী, আলমগীর হোসেন, মহিবুর রহমান খান, গাজী মো. ইমাম হাসান, রহমত আলী রিপন, ফরহাদ আলম, মো. মুশরিম, শাহাজাহান খান প্রমুখ।