স্টাফ রিপোর্টার : চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমির বই বিতরণ উৎসব অনুষ্ঠিত। গতকাল সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তার বক্তব্যে বলেন, বিশ্বের কোথাও আমাদের দেশের মতো বিনামূল্যে বই বিতরণ করা হয় না। জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সাথে বছরের প্রথম দিন বই বিতরণ কার্যক্রম শুরু করেন। আজ দেশের ৪ কোটি শিক্ষার্থীর হাতে ৩৪ কোটি নতুন বই তুলে দেওয়া হচ্ছে। কিছু লোক প্রপাকান্ডা ছড়ানো হয়েছে জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিন বই দিতে পারবেন না। সকলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভাল মানুষ হওয়ার চেষ্টা করবে। তবেই দেশ ও সমাজ তোমার কাছ থেকে উপকৃত হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা সব সময় পরিচ্ছন্ন থাকবে, নিয়মিত স্কুলে আসবে। শিক্ষক ও বাবা মার কথা সব সময় শুনবে। গুরুজনকে সম্মান করবে ও ছোটদেরকে স্নেহ করবে। অযথা অর্থ খরচ না করে অর্থ সঞ্জয়ে মনোযোগী হবে।
আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা সায়মা আহমেদ চৌধুরীর পরিচালনা উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষকসহ ৫ শতাধিক শিক্ষার্থীরা।