এস. এম ইকবাল, ফরিদগঞ্জ প্রতিনিধি:ফরিদগঞ্জে বালু বোঝাই ফিকআপ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত।
১২ জুন সোমবার বিকেলে চাঁদপুর- লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ কালির বাজার চৌরাস্তা এলাকার সিরাজ সুপার মার্কেটের সামনে বালু ভর্তি পিকআপ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ইব্রাহিম গাজী (৪০) এর মৃত্যু হয়।
এ দূর্ঘটনারপর পিকআপ ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়।
নিহত ইব্রাহিম গাজী উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর এলাকার গাজী বাড়ির বসু গাজীর ছেলে এবং এক সন্তানের জনক।
জানা যায়, ফরিদগঞ্জ দাস পাড়া এলাকার শালার বাড়ি থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ইব্রাহিম গাজী শশুর বাড়িতে যাচ্ছিল। সিরাজ সুপার মার্কেটের সামনে আসলে পেছন থেকে আসা নাম্বার বিহীন বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে তিনি রাস্তায় পড়ে যান। এসময় ট্রাকের চাকার সাথে ইব্রাহিম গাজীর হাত থেতলে যায় এবং বুকে আঘাত লাগে। এরপর আসপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম গাজীকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে বালি বোঝাই পিকআপ ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে নিহতের ভায়রা ফয়সাল জানান, আমার ভায়রা ভাই ইব্রাহিম গাজী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আমাদের পরিবারের লোকজন থানায় গিয়েছেন, বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করতে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে পিকআপ ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে হয়েছে। পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে অ্যাম্বুলেন্স রয়েছে এবং পরিবারের লোকজন আহাজারি করছেন।