কচুয়ায় সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ

কচুয়া সংবাদদাতা : কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া-নাছিরপুর সড়কে সরকারি রাস্তার গাছ কাটার নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার আকানিয়া খানেকা থেকে নাছিরপুর ফকির বাড়ীর সামনে সড়ক থেকে ফকির বাড়ীর আনোয়ার হোসেন আনু মিয়ার ছেলে সেলিম প্রায় ২০/২৫টি বড় কড়ই গাছ কেটে নিয়ে যায়।

স্থানীয়রা জানান,নাছিরপুর ফকির বাড়ির সামনে রাস্তার উত্তর পাশে সরকারি গাছগুলো ফকির বাড়ির সেলিম এলাকার কিছু লোককে ম্যানেজ করে কেটে নিয়ে যায়। পরিবেশ বাচাঁতে গাছ লাগানোর উদ্যোগে নেওয়ার কথা থাকলেও তা না করে সরকারি নিয়মনীতি অপেক্ষা করে সরকারি রাস্তার গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে সেলিম মিয়া। সরকারি গাছ কাটা গুরুতর অপরাধ। এ ব্যাপারে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এব্যাপারে সেলিম জানান,রাস্তার দুই পাশে গাছগুলো আমাদের। তাই গাছ গুলো আমরা কেটে নিয়েছি।
ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর বলেন,আকানিয়া-নাছিরপুর ফকির বাড়ীর সামনে সড়কের গাছ গুলো কাটার বিষয়ে কেউ আমাকে অবগত করেনি,আমি ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের সহযোগীতায় আইনগত প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের ব্যবস্থা নিব।

উপজেলা বন কর্মকর্তা মো.তাজুল ইসলাম জানান, সরকারি রাস্তার গাছ কেটে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর