চাঁদপুরে আন্তর্জা‌তিক শব্দস‌ চেনতা দিবস উপল‌ক্ষে প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের আ‌লোচনা সভা

গাজী মোঃ ইমাম হাসানঃ শব্দদূষণ নিয়ন্ত্রণে সম‌ন্বিত অংশীদা‌রিত্বমূলক প্রকল্প এর আওতায় আন্তর্জা‌তিক শব্দস‌চেনতা  দিবস ২০২৪ উপল‌ক্ষে র‌্যা‌লি, মানববন্ধন ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার (২৪ এ‌প্রিল) সকাল ১০টায় ‌জেলা প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজ‌নে ও ‌জেলা প্রশাস‌কের সহ‌য়ো‌গিতায় র‌্যা‌লি শে‌ষে মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হয়। পরবর্তী‌তে জেলা প্রশাসক স‌ম্মেলন ক‌ক্ষে অনু‌ষ্ঠিত আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় তি‌নি ব‌লেন, আজ‌কে আমা‌দের শুধু শব্দদূষণ নয় আমা‌দের‌ সমাজ, দেশ ও বিশ্ব‌কে সকল কিছুর দুষণ থে‌কে মুক্ত রাখ‌তে কাজ কর‌তে হ‌বে।

আজ‌কে এ আ‌নুষ্ঠা‌নে আ‌লেম সমাজ‌কে দাওয়াত দেওয়া হ‌য়ে‌ছে। কারন আপনারা প্রতি শুক্রবা‌রে জুমার নামা‌জের সময় শত শত মুস‌ল্লি‌দের সাম‌নে খুতবা প্রদান ক‌রেন সেসময় শব্দদূষ‌নের বিষ‌য়ে মানুষ‌কে বল‌বেন। কারন আমনারা হ‌চ্ছেন ঈমাম, ঈমাম মা‌নে নেতা, আপনা‌দের কথা সমাজের মানুষ বেশী শু‌নে।

তি‌নি আরও ব‌লেন, আপনারা হয়‌তো খেয়াল ক‌রে‌ছেন জেলা প্রশাসকের বাসভব‌নে গা‌ছে অ‌নেক বক ও‌ পান‌কৌ‌ড়ি বাস ক‌রে। অ‌নেক সময় মধ‌্যরা‌তে বি‌য়ের অনুষ্ঠা‌নে আতশবা‌শি ফুটা‌নো হয় সেসময় পা‌খিগু‌লো দিক‌বে‌দিক ছোটাছু‌টি ক‌রে। এ শব্দের কার‌নে রা‌তের অন্ধকা‌রে পা‌খিগু‌লো তাদের বাসা খু‌জে পে‌তে সমস‌্যা হয়।

আমরা যা কিছু তৈ‌রিকে‌রে ব‌্যবহার ক‌রিনা কেন তা কিন্তু প‌রি‌বে‌শে থাক‌বে তা কিন্তু হা‌রিয় যা‌বে না। আ‌মি একবার এক প্রকৌশলী‌কে জি‌জ্ঞেস করে‌ছিলাম এত ইট বালু সি‌মেন্ট কি প‌রি‌বে‌শের ক্ষ‌তি কর‌ছে না? এর উত্ত‌রে তি‌নি ব‌লেন আপ‌নি যা উপ

দিব‌সের প্রতিপাদ্যের উপর প্রবন্ধ উপস্থাপন পূর্বক স্বাগত বক্তব‌্য রা‌খেন চাঁদপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মোঃ মিজানুর রহমান।

অ‌তি‌রিক্ত জেলা ম‌্যা‌জি‌স্টেট একরামুল ছি‌দ্দিকের সভাপ‌তি‌ত্বে ও সাংবা‌দিক এম আর ইসলাম বাবুর প‌রিচালনায় বি‌শেষ অতি‌থির বক্তব‌্য রা‌খেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (পু‌লিশ সুপার প‌দে প‌দো‌ন্নিত প্রাপ্ত)  সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি শাহাদত হো‌সেন শান্ত, সি‌ভিল সার্জনের প্রতি‌নি‌ধি সদর উপ‌জোলা প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস, চাঁদপুর মে‌ডি‌কেল ক‌লে‌জের ইএন‌টি কনসাল‌টেন্ট ডা. আহসান উল‌্যা, ‌জেলা ট‌্যাংক ল‌রি শ্রমিক ইউ‌নিয়‌নের সাধারণ সম্পাদক আবুল কালাম, ইনলামপুর গাছতলা মস‌জি‌দের ঈমাম খাজা জুবা‌য়ের আহ‌মেদ।

এসময় অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক এ‌বিএম মোসা, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তা‌ফিজুর রহমান, প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মোঃ হান্নানসহ বিভিন্ন শ্রমিক ইউ‌নিয়‌নের নেতৃবৃন্দ, আ‌লেম সমা‌জের প্রতি‌নি‌ধিগণ ও স্কাউট সদস‌্যগণ উপ‌স্থিত ছি‌লেন।

সম্পর্কিত খবর