চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ হাজী শরীয়ত উল্লাহ (রঃ) জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা আলম পলাশ।
এসময় সংগঠনের সহ-সভাপতি এস এম সোহেল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম,

সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুর রহমান গাজী, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, কার্যকরি সদস্য অ্যাড. ইয়াছিন আরাফাত ইকরাম, সাধারণ সদস্য বাদল মজুমদার, কে এম মাসুদ, মানিক দাস, মোঃ আলমগীর, মিজান লিটন, অভিজিত রায়, এম আই দিদার, কামরুল ইসলাম, এএইচএম নিজাম উদ্দিন, শাহরিয়া পলাশ, রায়হান বাবু, গাজী মোঃ ইমামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরের নিহত সকল সাংবাদিকদের রুহের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করে ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন হাজী শরীয়ত উল্লাহ (রঃ) জামে মসজিদের ইমাম মাওঃ ত্বোহা।

সম্পর্কিত খবর