চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩ এপ্রিল (সোমবার) চাঁদপুর পুলিশ লাইন ও পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে শতাধিক জেলা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে এ অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় অগ্নি-নির্বাপণ কর্মশালায় অগ্নিকান্ডের বিভিন্ন ধরণ এবং আগুন লাগার উৎস নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ বা অগ্নিকান্ড সংঘটিত হলে উদ্বার কাজ ও অগ্নি নির্বাপণের নানান কৌশল এবং বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করে এই সকল যন্ত্রপাতির ব্যবহার শিখানোসহ মাঠে বাস্তব অনুশীলনে অংশগ্রহন করেন উপস্থিত সকল পুলিশ সদস্যবৃন্দ।
অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পলাশ কান্তি নাথ সহ চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উধ্বর্তন কর্মকর্তা ও সদস্যগণ।