চাঁদপুর জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ইফতার সম্পন্ন

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর জেলা আবাসিক হোটেল মালিক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল গতকাল ১ এপ্রিল শনিবার বিকেলে দি হিলশা কিচেন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বাংলাদেশ একটি প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য লীলাভূমি, নদী – মাতৃক বাংলাদেশ । মেঘনার ত্রি-নদী মোহনায় অবস্থিত চাঁদপুর জেলা, তার মধ্যে একটি অপূর্ব সৌন্দর্য লীলাভূমি। জেলা ব্র্যান্ডিং ইলিশের বাড়ি চাঁদপুর, অপার সম্ভাবনাময় চাঁদপুর পর্যটন শহরকে বাঁচিয়ে রাখতে সরকারের উদ্যোগ নিতে হবে। তাই জেলা প্রশাসন সহ পৌর প্রশাসনের সু-দৃস্টি কামনা করছি। এতে জেলার জীবনমান উন্নয়ন সাধিত হবে এবং অনেক মানুষের জীবন-জীবিকা ও কর্মসংস্থান সৃষ্টি হবে।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আবদুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহছানউল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

ইফতার পূর্বক জেলা আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি হোটেল মদিনার স্বত্বাধিকারী শাহজাহান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোটেল গ্র্যান্ড হিলসা শাহেদুল হক মোর্শেদ পরিচালনায় আরো বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা হোটেল রজনীগন্ধার স্বত্বাধিকারী লায়ন্স মোঃ মাহমুদুল হাসান, হোটেল গ্র্যান্ড হিলসার চেয়ারম্যান খোরশেদ আলম কাঞ্চন, গাজী বোডিং এর অংশীদার ফয়সাল গাজী বাহার, সাংগঠনিক সম্পাদক হোটেল শ্যামলীর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম রতন।

এ সময় উপস্থিত ছিলেন, সফিনা হোটেলের স্বত্বাধিকারী আবদুল মমিন, হোটেল রসিদ স্বত্বাধিকারী মোঃ সাইফুদ্দিন, হোটেল মুক্তির স্বত্বাধিকারী গোপাল সাহা, দপ্তর সম্পাদক হোটেল সুন্দরবন লিমন গাজী,হোটেল রয়েল রুপালির স্বত্বাধিকারী মাহমুদুল হক রাশেদ প্রমূখ।

 

সম্পর্কিত খবর