সমির ভট্টাচার্য্য : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে মতলবের তুষার । তার বাড়ী মতলব দক্ষিন উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামে ।
গত ২৬ শে মার্চ সৌদি আরবে ওমরা হজ্ব পালন করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মজুমদার বাড়ীর মনির মজুমদারের প্রথম সংসারের ছেলে তুষার (২০) সে গত ১১ মাস আগে জীবিকা নির্বাহ করতে সৌদি আরবে পারি জমিয়েছিলেন । তুষার দুই ভাই এক বোনের মধ্যে বড়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
ঘিলাতলী গ্রামের ইব্রাহিম ঢালীসহ একাধিক ব্যক্তির জানান, তুষার খুব ভাল ছেলে ছিল। তার বাবা ২য় বিয়ে করার পর থেকে সংসারের হাল ধরেন তুষার । নারায়নপুর বাজারে মুদি দোকানে কাজ করতো। পরে তার মা কিস্তিতে টাকা তোলে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিল । আজ জানতে পারলাম তার মৃত্যু হয়েছে ।
৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার বলেন তুষারের মৃত্যুর খবর শুনেছি সে খুব ভাল ছেলে ছিল । তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ।