স্টাফ রির্পোটার : চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন বিএনপির ৯ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে সদর উপজেলা বিএনপি।
২৮ মার্চ মঙ্গলবার সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ জালাল মিশন ও সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান স্বাক্ষরিত পত্রে কমিটির অনুমোদন দেয়া হয়।
সন্ধ্যায় বাগাদী ইউনিয়ন বিএনপির অনুমোদনকৃত নতুন কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লার হাতে তুলে দেন সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শরীফ হোসেন। এ সময় বাগাদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ কবিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুমোদিত নতুন কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবদুল হাই মিয়াজী, সহ-সবাপতি রিয়াজ উদ্দিন ভুট্টু (মেম্বার), এম. এ রাজ্জাক খোকন, সাদারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাহাদুর, মোঃ তাহের কবিরাজ ও সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ হোসেন গাজী।
উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট ছবিসহ পূর্নাঙ্গ কমিটি সদর উপজেলা বিএনপির নিকট জমা প্রদান করতে হবে।