মতলব দক্ষিণে মাদ্রাসার নাম করে জায়গা দখলের চেষ্টা

গোলাম সারওয়ার সেলিম : মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের তেলী মাছুয়াখাল গ্রামের আবুল খায়ের বকাউল গংদের পৈত্রিক সম্পত্তি মাদ্রাসা করার নাম করে জোরপূর্বক দখল করার পায়তার চেষ্টা করছে একই বাড়ীর মারফত আলী বকাউল গংরা।এ ঘটনা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এছাড়া আবুল খায়ের বকাউলের ছোট ভাই কবির বকাউলের জমিতে বিষক্রিয়া দিয়ে লক্ষাধিক টাকার শসা গাছ বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। জমি জবর দখল ও ফসলাদি বিনষ্ট এবং হুমকি ধমকি ও ভয়ভীতির কারনে নিরাপত্তাহীনতায় ভুগছেন আবুল খায়ের বকাউলের পরিবার।সরেজমিনে গিয়ে জানা জানা গেছে, তেলী মাছুয়াখাল গ্রামের মৃত ফরিজ উদ্দিন বকাউলের ছেলে আক্কাছ…

Read More