চাঁদপুর ঘোলঘরে জেলা পরিষদের শতাধিক দোকান-চেম্বারের লীজ নবায়ন বন্ধ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর ঘোলঘর এলাকায় চাঁদপুর জেলা পরিষদের মালিকানাধীন বিষ্ণুদী মৌজার শতাধিক দোকানের লীজ নবায়ন বন্ধ রাখা হয়েছে ।

বিগত কয়েক বছর যাবত বিষ্ণুদী মৌজার এসব দোকানপাট-উকিলদের চেম্বারের লীজ নবায়ন বন্ধ রাখা হয়েছে ।

ঘোলঘরে অবস্থিত জেলা পরিষদের ওই জায়গায় লীজ বাতিল করে বহুতল ভবন করার পরিকল্পনা রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ।

এ ছাড়াও বিগত বছর চাঁদপুর বারের আইনজীবি কচুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিনের ঘোলঘর এলাকার জেলা পরিষদের জায়গায় (স্থাপিত চেম্বার) লীজ বাতিল করা হয়েছে । গতকাল ১৯ সেপ্টেম্বর দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন ।

তিনি জানান, চাঁদপুর ঘোলঘর এলাকায় চাঁদপুর জেলা পরিষদের মালিকানাধীন বিষ্ণুদী মৌজার শতাধিক দোকানের লীজ নবায়ন বন্ধ রাখা হয়েছে। সেখানে বহুতল ভবন করার পরিকল্পনা রয়েছে ।

এ ছাড়াও অ্যাডভোকেট হেলাল উদ্দিনের ঘোলঘর এলাকার জেলা পরিষদের জায়গার লীজ বাতিল করা হয়েছে গত বছর ।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ঘোলঘর এলাকায় চাঁদপুর জেলা পরিষদের মালিকানাধীন বিষ্ণুদী মৌজায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, মুক্তিযোদ্ধাদের,অ্যাডভোকেটদের চেম্বার ও বিভিন্ন লোকের নামে লীজ নিয়েছেন ।

এর মধ্যে উল্লেখযোগ্য উকিলদের মধ্যে চেম্বার রয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড:জাহিদুল ইসলাম রোমান,সাবেক সমাজকল্যানমন্ত্রী দীপু মনির এপিএস অ্যাডভোকেট সাইফুদ্দিন মানিক, জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারীর ছোট ভাই অ্যাডভোকেট মো: জসিম উদ্দিন পাটওয়ারী, কচুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন(লীজ বাতিল) ,প্রাক্তন পিপি অ্যাডভোকেট রনজিত রায়সহ বিপুল সংখ্যক আইনজীবির চেম্বার,ব্যবসায়া প্রতিষ্ঠান রয়েছে ।

সম্পর্কিত খবর