ফরিদগঞ্জে পৌর ফিডারে যুক্তকরণ ও লোডশেডিং এর প্রতিবাদে মানববন্ধন

মামুন হোসাইন : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌরসভা ১নং ও ২নং ওয়ার্ডকে পৌর ফিডারে সংযুক্তকরনের দাবিতে এবং অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে মানববন্ধন করে পৌরসভা ১নং ও ২নং ওয়ার্ডের গ্রাহকরা।

মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা, পৌর প্রশাসক, অফিসার ইনচার্জ ফরিদগঞ্জ থানা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ও প্রেসক্লাব বরাবর স্মারক লিপি জমা দেন গ্রাহকরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি মজিবুর রহমান দুলাল, সাবেক পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন সোহেল , ঠিকাদার ইমাম হোসেন পাটওয়ারী, ব্যবসায়ী মোহাম্মদ আলী, কামাল মাল, নাজির উদ্দিন হুমায়ুন, শামছুল আলম রিপন, ফারুক হোসেন, ইমান হোসেন পাভেল, ছাত্রদের পক্ষে ইব্রাহিম খলিল, সাদেক হোসেন, রাশেদ হোসেন ও রাজু এবং এলাকাবাসীর পক্ষে শরীফ হোসেন,

রাশেদুল ইসলাম, হেলাল উদ্দিন, আবুল হাশেম, ইমরান হোসেন। এসময় বক্তরা অনতিবিলম্বে ফরিদগঞ্জ পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডের বৈদ্যুতিক লাইন সদর পৌর ফিডারে সংযুক্ত করণ এবং অসহনীয় লোডশেডিং থেকে মুক্তির দাবি জানান।

সম্পর্কিত খবর