চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্যবসায়ীদের সাথে জরুরি বৈঠক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে নিত্যপণ্যের আমদানি ও সরবরাহ ঠিক রাখার জন্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জরুরি বৈঠক করেছেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)। সোমবার বিকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, কোনো পণ্যের ঘাটতি যেন না থাকে এবং খাদ্য পরিবহনসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

এসময় অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল সাহা, চাঁদপুর রাইস মিল মালিক সমিতির সভাপতি আঃ রহিম সরকার, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম কিশোর, চাঁদপুর জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মমিন মিয়া, পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ পাটওয়ারী।

সভায় চাঁদপুরের বিভিন্ন ব্যবসায়ীরা অংশগঞন করেন।

সম্পর্কিত খবর