মতলবে ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মতলব প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল গাজীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

রাতের আধারে ব্যাক্তি স্বার্থে কৃষি জমি কেটে জোরপূর্বক রাস্তা নির্মানের অভিযোগ করেছেন শাহজাহান কবিরাজ নামের এক ভূক্তভোগী । ৫০ হাজার টাকা জমির ক্ষতিপূরণ চেয়ে অভিযোগ করেছেন শরিফ বেপারী নামে এক ভূক্তভোগী । রাস্তা নির্মান কাজের প্রতিবাদ করায় হুমকী ধামকী দেয়ায় অভিযোগ করেন একই এলাকার বাবুল শেখ নামে এক ভূক্তভোগী ।

এ ছাড়াও সরকারি টিন শেড বিল্ডিং দেওয়ার কথা বলে লপতে আলীর কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেছেন লপতে আলী,

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার বরাবর ৪ টি লিখিত অভিযোগ করেন ওই গ্রামের শাহজাহান কবিরাজ, লপতে আলী, বাবুল শেখ, ও শরিফ বেপারী । তারা বলেন কামাল মেম্বার জোর পূর্বক আমাদের জায়গায় রাস্তা নির্মান করেন এবং সে এলাকায় বিভিন্ন অনিয়ম করে বেড়ায় । ভূক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ।

এ বিষয়ে ইউপি সদস্য কামাল গাজী বলেন আমি ষড়যন্ত্রের শিকার । আমার বিরোদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে একটি মহল আমাকে সম্মানহানী করতে উঠে পরে লেগেছে । আল্লাহ সহায় থাকলে সত্যিটা সকলের সামনে আসবেই।

সম্পর্কিত খবর