চাঁদপুরে আনোয়ার হত্যা মামলায় কালা খাঁ’র যাবজ্জীবন

স্টাফ রিপোটার : চাঁদপুর শহরের বড়ষ্টেশন টিলাবাড়ী লঞ্চঘাট এলাকায় আনোয়ার হোসেন মোল্লা হত্যা মামলায় আসামী কালা খা’ কে ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানীত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অথদন্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। কালা খা এর বাবার নাম আমির হোসেন খা, সাং-ক্লাব রোড, থানা ও জেলা চাঁদপুর।

মঙ্গলবার ( ১১ জুন ) বিকেলে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক এ রায় দেন। রায়ের সময় আসামী পলাত্বক ছিলেন। এ মামলায় ১৩ জন স্বাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ২০১৫ সালের ২২ মে বিকেল ৫ ঘটিকার সময় আসামী কালা খা (৪১ ) এর নিকট ভিকটিম ও বাদীর স্বামী আনোয়ার হোসেন মোল্লা পাওনা টাকা চাইতে গেলে কথাকাটির একপর্যায়ে আসামী উত্তেজিত হইয়া আনোয়ার হোসেনকে কিল ,ঘুষি মারিলে মাথা ঘুরাইয়া অঙ্ঘান হইয়া পড়িয়া যায়। পরবর্তীতে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কতব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকতা এস আই নুরুল হক ওই বছরেরই ৮ আগষ্ট অভিযোগপত্র দায়ের করেন। ঘটনার পরই ভিকটিমের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে মামলাটি চাঁদপুর সদও থানায় মামলা দায়ের করেন।

জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী বলেন, এটি চাঁদপুর শহরের ঘটনা । মামলায় ১৩ জন স্বাক্ষী সাক্ষ্য দিয়েছে। আসামী পলতাক্ব ছিলেন। আদালত সঠিক রায় দিয়েছেন। আসামী পক্ষে ছিলেন এসডিএলআর অ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম।

সম্পর্কিত খবর