চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নস্থ শাহতলী ও মৈশাদী ইউনিয়নস্থ হামানকর্দ্দি এলাকায় ডাকাতিয়া নদীতে চাঁদপুর কোস্ট গার্ড অভিযান পরিচালনা করেছে।
এ সময় অবৈধ ১৫টি রিং জাল আটক করা হয়। নিভরযোগ্য এ তথ্য দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছে ।
গতকাল ১১জুন (মঙ্গলবার) সকাল ১১টায় স্পীডভোট যোগে শাহমাহমুদপুর ইউনিয়ন ও মৈশাদী ইউনিয়নের সীমানাস্ত স্থানে ডাকাতীয়া নদীতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৫টি রিং জাল আটক কিংবা জব্দ করা হয়।