মো. হোসেন বেপারী: বাবা বিদেশ থেকে এলো। হবে খুশির ঈদ। সব চুরমার করে দিলো একটি সড়ক দুর্ঘটনায়।
বলছিলাম চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রীসহ তিনজন নিহতের কথা।
এতিম হওয়া তিন জমজ সন্তানের নাম আনাছুর রহমান, আমির হামজা ও আলিফা ইসলাম। তারা তিনজন জমজ।
ঘটনার পর বাড়ীতে দেখা যায়, তিন সন্তানকে ঘিরে কাঁদছে স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার বিকেল চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাকিলা গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার বাকিলা ফুলছোয়া গ্রামের বাহরাইন প্রবাসী মোজাম্মেল হোসেন (৪৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩০) ও যাত্রী মোঃ সবুজ হোসেন (২৫)। তার গ্রামের বাড়ি গোগরা গ্রামে। সবুজ হোসেন ঘটনাস্থলে ও স্বামী স্ত্রী চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীসহ সিএনজি অটো রিকশা হাজীগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
কান্নাজড়িত স্বজনেরা জানান, তাদের তিন শিশু সন্তান এতিম হয়ে গেলো। স্বামী মোজাম্মেল হোসেন বাহরাইন থেকে ছুটিতে দেশে আসেন। ঈদের পর যাওয়ার কথা। সংসারটা শেষ হয়ে গেলো।
এদিকে চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, স্বামী-স্ত্রীকে হাসপাতালে আনার পর পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ। তিনি জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।