চাঁদপুরে ভুমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে জনসচেতনতা মূলক সভা

স্টাফ রিপোর্টার: “স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুরে ভুমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।১০ জুন সোমবার দুপুরে চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহারীয়ার বলেন,আপনারা অন্যের হক নষ্ট করবেন না।আবার আপনি যেন কারো দ্বারা ক্ষতি না হন সে বিষয়েও সতর্ক থাকবেন।যারা দেশের বাইরে যাবেন তারা যাওয়ার পুর্বেই পারিবারিক সম্পদ যার যার নামে বন্টন দলিল করে যাবেন।এবং বিদেশে থেকে যে অর্থ উপার্জন করবেন সেটাও নিজের নামে সঞ্চয় করবেন।যাতে ভবিষ্যতে দেশে এসে কিছু করতে পারেন।

চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা আল ইমরান খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাহবুবুর রশীদ তালুকদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

সম্পর্কিত খবর