শাহতলীতে দু’টি সপ্রাবি সু-প্রিয় পানির হাউজ করার সিদ্ধান্ত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীন পিডিপি-৪এর আওতায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঠিকাদারের মাধ্যমে সু-প্রিয় পানির হাউজ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে ।

গতকাল ১০জুন (সোমবার) ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সু-প্রিয় পানির হাউজ করার জন্য স্থান পরিদর্শন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক মো: রোমান খান।

স্থান নিধারণ শেষে ঠিকাদার কর্তৃক গতকাল ১০ জুন থেকেই ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সু-প্রিয় পানির হাউজ নির্মাণ করার কাজ শুরু হয়েছে । পরবর্তীতে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সু-প্রিয় পানির হাউজের কাজ করবে ।

এ ব্যাপারে চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিবাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল দৈনিক চাঁদপুর খবর জানান, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সু-প্রিয় পানির হাউজ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে । কোমলমতী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রকল্প গ্রহন করা হয়েছে । যাতে শিক্ষার্থীরা সুপ্রিয় পানি পান করতে পারে । টেন্ডারে প্রাপ্ত ঠিকাদার ওই কাজগুলো করবে । প্রতিষ্ঠান এক্ষেত্রে সহযোগিতা করবে । বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদীর অনুরোধেই উক্ত দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সু-প্রয়ি পানির হাউজ নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারি শিক্ষক মেহেরুন নেছা,

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা আক্তার, সহকারি শিক্ষিকা সাহিনা আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়শা আক্তার, সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাস মিজি, সহকারি শিক্ষিকা মোহসেনা আক্তার, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার সহ অন্যান্যরা।

সম্পর্কিত খবর