চাঁদপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল সফল সম্পন্ন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ভালো মানের ক্রিকেট লীগের আয়োজন মধ্য দিয়ে চাঁদপুরে ভালো মানের ক্রিকেট খেলোয়াড় বেড়িয়ে আসবে। চাঁদপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ক্রিকেট লীগের সফল সমাপ্তি হয়েছে এজন্য ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দদের।

সামনে আরো বেশি বেশি করে ক্রিকেটের লীগের আয়োজন করতে হবে। এতে করে প্লেয়ারদের মান বাড়বে খেলাধুলাও করতে আগ্রহ প্রকাশ করবে ক্ষুদে খেলোয়াড থেকে বড় খেলোয়াড়রা। পাশাপাশি খেলাধুলায় মগ্ধ থাকলে বাজে নেশায় যাবে না বর্তমান প্রজন্মরা।

গতকাল ৮ জুন চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম বিপিএম বার। এছাড়া আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ এড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এড. হুমায়ুন কবির সুমন, যুগ্ম সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।

চাঁদপুর জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু পরিচালনা করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের সদস্য শরীফ মোঃ আশ্রাফুল হক, বাস্কেট বলের উপ-কমিটির সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী, বাস্কেট বলের সম্পাদক নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও টিম ডাকাতিয়া টিমের সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন, শামীম আজিম ফারুকী, পুরান বাজার ভাইবা স্টুডেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক বাবুলসহ অন্যান্যরা।

গতকালকের ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল হয়েছেন, টিম ডাকাতিয়া টিমের ফজলে রাব্বি। এছাড়া আবাহনী ক্রীড়া চক্রকে ৩৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন টিম ডাকাতিয়া।

সম্পর্কিত খবর