চাঁদপুরে ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

ষ্টাফ রিপোর্টার: প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি সদস্যদের নিয়ে ” ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক ” দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সদর উপজেলার গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষন প্রদান করেন, সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: শিহান পারভেজ ও ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট রবিন উদ্দিন।

প্রশিক্ষণে স্হানীয় ৪০ জন খামারী (পুরুষ/মহিলা) প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। “ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক” দিনব্যাপী প্রশিক্ষনটি সফলভাবে সম্পন্ন হয়।

চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি বিভাগের আয়োজনেই এই প্রশিক্ষনটি অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত খবর