
সমির ভট্রাচার্য্য : দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও বাজার সংলগ্ন বাবুরহাট – মতলব – পেন্নাই আঞ্চলিক মহাসড়কের রাস্তা মেরামত করা হয়েছে ।
গত ৫ জুন প্রকাশিত সংবাদের পর ৮ জুন নায়েরগাঁও বাজার এলাকায় বিশাল বড় বড় গর্ত বালী এবং ইট দিয়ে ভরাট কারে দেওয়া হয়েছে ।
এতে কিছুটা হলেও সস্থি ফিরে এসেছে এ সড়কে চলাচল করা যানবাহন ও যাত্রী সাধারনের । তবে পানি নিস্কাশনের ব্যবস্থা না করলে এ সড়কের জলাবদ্ধতা লেগে থাকবে ।
এ বিষয়ে এলাকার রিপন মিয়া,বলেন এ রাস্তার বিষয়ে এলাকার রিপন মিয়া বলেন এ রাস্তাটি দীর্ঘদিন যাবত খুব খারাপ অবস্থা ছিল । ইট বালি দিয়ে সাময়িকভাবে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা সেটা বেশিদিন টিকবে না। তাই আমরা স্থায়ী ভাবে মেরামত চাই। এ বিষয়ে কার্যসহকারী নাসির উদ্দিন বলেন সামনে ঈদ তাই আপাতত মেরামত করা হচ্ছে ।