চাঁদপুরের ৭ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

সাইদ হোসেন অপু চৌধুরী: চাঁদপুর জেলার ৭ টি উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে তিনটি ধাপে সমাপ্ত হয়েছে। চাঁদপুর জেলার ৮ টি উপজেলার চেয়ারম্যান হলেন যারা।

প্রথম ধাপে গত (০৮ মে) চাঁদপুর জেলার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলায় দোয়াত কলম প্রতীকে ১৬ হাজার ৯১০ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যাপক মোস্তফা তালুকদার এবং মতলব উত্তর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৩৩ হাজার ৭০৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন মো. মোস্তফা মানিক।

দ্বিতীয় ধাপে গত (২১ মে) জেলার চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চাঁদপুর সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৫০ হাজার ৮৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন অ্যাড.হুমায়ুন কবির সুমন, হাজীগঞ্জ উপজেলায় আনারস প্রতীক নিয়ে ২৬ হাজার ৫৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো. হেলাল উদ্দিন এবং শাহরাস্তি উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৩৩ হাজার ৬৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো. মুকবুল হোসেন।

তৃতীয় ধাপে (০৫ জুন) জেলার ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলায় চিংড়ি প্রতীক নিয়ে ৬২ হাজার ৪৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো. খাজে আহমেদ মজুমদার এবং কচুয়া উপজেলায় টেলিফোন প্রতীক নিয়ে ৩৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো. মাহবুব আলম।
উল্লেখ্য: নির্বাচিত সকল প্রার্থী আ’লীগের নেতাকর্মী।

সম্পর্কিত খবর