বাবুরহাটে উচ্ছেদ অভিযানে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করলো চেম্বার আদালত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের বাবুরহাটে জেলা পরিষদের প্রস্তাবিত মার্কেট নির্মাণ স্থানে অবৈধ স্হাপনা উচ্ছেদ কার্যক্রমের উপর হাইকোর্টের ৩(তিন ) মাসের স্থগিতাদেশ স্থগিত করলো সুপ্রীম কোর্টের চেম্বার আদালত । গত ৫ জুন বুধবার সুপ্রীম কোর্টের চেম্বার জজ বিচারপ্রতি এনায়েতুর রহিম হাইকোর্টের আদেশকে স্থগিত ঘোষনা করেন ।

গতকাল দৈনিক চাঁদপুর খবরকে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কমকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন।

তিনি জানান,সহসাই চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়ের সাথে পরামশক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে । এখন ওই দোকানের অবৈধ স্থাপনার বিদুৎ সংযোগ বিছিন্ন করা হবে । তারপর পযায়ক্রমে উচ্ছেদ করা হবে । উক্ত আদেশের ফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আর কোন বাঁধা রইলো না ।

এর আগে ২৭মে -২০২৪ তারিখের মহামান্য হাইকোর্টের রীট পিটিশন নং- ৬৫৩ ১/২০২৪ এর আদেশ প্রদান করা হয়। উক্ত রীট পিটিশানের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ কার্যক্রম হাইকোর্টের ৩(তিন ) মাসের জন্য স্থগিত করেন হাইকোট । এখন হাইকোর্টের ৩(তিন ) মাসের স্থগিতাদেশ
স্থগিত করলো সুপ্রীম কোর্টের চেম্বার আদালত ।

সম্পর্কিত খবর