
স্টাফ রিপোর্টার : হাইমচরের নীলকমল নৌ পুলিশ ফার্ড়ির দুইদিনে মেঘনায় বিশেষ অভিযানে কারেন্ট জাল ও নৌকা সহ ১০ জেলে আটক।
৫ ও ৬ জুন বিকালে নীলকমল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ-ই বিশেষ অভিযান চালায় নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোহাম্মদ নাসিম হোসেন সহ নীলকমল নৌ পুলিশের সদস্যগন।
নীলকমল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড লালমিয়ার খালের উত্তর পার্শে মেঘনা নদী থেকে সরকারি নিষিদ্ধ ঘোষিত বিশেষ অভিযানে এ-ই ১০ জন জেলে আটক করা হয়।
নিয়মিত মামলায় ১০ জেলের বিরদ্ধে নিয়মিত মামলা করা হয়। পরে তাদেরকে হাইমচর থানার প্রেরণ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল, নৌকা নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।