চাঁদপুরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয়কের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি অর্থাৎ আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী ৩৫ চাওয়া ও শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি এবং দ্রুত প্রজ্ঞাপন চেয়ে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয়ক। ৫ জুন বুধবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা।

এসময় তারা চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি অর্থাৎ আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী ৩৫ বছর চাওয়া ও শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের শ্লোগান তুলে ধরে দ্রুত তা প্রজ্ঞাপনের দাবি জানান।

মানববন্ধনে অংশ গ্রহণ করেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাউছার আহমেদ,
চাঁদপুর জেলা কমিটির সদস্য সচিব ফাহিমা আক্তার, সদস্য মিলন মিয়া, রাহুল ভট্টাচার্য,জহিরুল ইসলাম, মোসলেহ উদ্দিন,আল-আমিন,নাজমুল হাসান মিরাজ,পিন্টু সরকার,আবদুস সোবাহান, ও হ্যাপি আক্তার সহ অন্যান্যরা।

সম্পর্কিত খবর