
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার মেঘনা নদী সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজিং-এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ্ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান সরকার।
৩জুন চাঁদপুর জেলার মেঘনা নদী সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজিং-এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১০,০০,০০০টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে একটি স্পিড বোট ও ১১,৭৮,০০০/- টাকা জব্দ করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্টগার্ড-এর কমান্ডারসহ অন্যান্য সদস্যরা। এসময় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট কার্যক্রম চলমান থাকবে।