চাঁদা চাওয়ায় কালচোঁ দক্ষিণ ইউপির মেম্বার মাসুদকে কারন দর্শানো নোটিশ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের স্থানীয় একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন মেম্বার মাসুদ কে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল স্বাক্ষরিত এক আদেশে এ ব্যাখ্যা চাওয়া হয়।

এতে বলা হয়,চাঁদপুরের স্থানীয় দৈনিক পত্রিকায় গতকাল “উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ব্যবহার করে মেম্বারের চাঁদাবাজি” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে। গত ২২ফেব্রুয়ারী ২০২৪খ্রি. তারিখে তারাপাল্লা গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মোঃ বিল্লাল হোসেন, পিতাঃ আঃ বারেক, গ্রামঃ তারাপাল্লা, হাজীগঞ্জ, চাঁদপুরকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ একলক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

কিন্তু উক্ত খবরে দেখা যায় যে, আপনি মাসুদ উপজেলা নির্বাহী অফিসারের নাম ব্যবহার করে উক্ত ব্যক্তির কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়েছেন।

এমতাবস্থায়, পত্রিকায় প্রকাশিত উক্ত অভিযোগের বিষয়ে আগামী ৩ কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট ব্যাখ্যা প্রদান করার জন্য বলা হল। অন্যথায়, আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত খবর