চাঁদপুর জেলা পরিষদ কর্তৃক নির্মাণকৃত মহামায়া বাজারে টয়লেটের ট্যাংকি দখল!

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পরিষদ কর্তৃক নির্মাণকৃত টয়লেটের ট্যাংকি পর্যন্ত রক্ষা পায় না দখলদারদের হাত থেকে। শেষ পর্যন্ত টয়লেটের ট্যাংকি দখল করে দোকান নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে মহামায়া এলাকায় মানুষ নিরবে কানাঘুষা করছেন। দুঃখ প্রকাশ করেন।

এ দখলের ঘটনা ঘটেছে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে। মহামায়া বাজারের মসজিদের উত্তর পাশে চাঁদপুর জেলা পরিষদ কর্তৃক নির্মাণকৃত টয়লেটের ট্যাংকি দখল করে ট্যাংকির উপর দোকান নির্মাণ করছেন মৃত আলাউদ্দিন বেপারীর ছেলে মোঃ ফুটন বেপারী। দোকান নির্মাণ করার বিষয়ে কেউ তাকে কিছু বলছে না ভয়ে। সে প্রভাব বিস্তার করে এ দোকান নির্মাণ করছেন বলে জানা যায়।

এ টয়লেট মল-মুত্রে ট্যাংকি ভরপুর হয়ে গেলে ময়লা পরিষ্কার করা সম্ভব হবে না। এতে টয়লেটের মুখ দিয়ে মল-মুত্র বের হয় আসবে। ফলে টয়লেট ব্যবহার করা সম্ভব হবে না। এতে বাজারের ব্যবসায়ী, ক্রেতা- বিক্রেতা ও পথচারীরা দুর্ভোগের শিকার হতে হবে। এ ব্যাপারে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রধান নিবাহী কমকতা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সচেতন মহল।

সম্পর্কিত খবর