ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) স্মারকলিপি প্রদান

সাইদ হোসেন অপু চৌধুরী :ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁদপুর জেলা শাখার আয়োজনে রোববার ২ জুন সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে কারিগরি শিক্ষায় সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনে শিক্ষার্থী ও অভিভাবকদের আকৃষ্ট করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান ও মর্যাদা প্রদানের উদ্যোগের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অযৌক্তিক বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ দ্রুত বাস্তবায়নসহ ৩ দফা দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নূর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, সদস্য মোঃ সাইফুল্লাহ, লুৎফুর রহমানসহ আরো অনেকে।

পরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় মেধার অপচয় রোধে প্রশাসন ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধ এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদি সমাধানের দাবিতে চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সম্পর্কিত খবর