চাঁদপুরে ক্ষুদে সাঁতারুদের মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর সাঁতার ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় বাবুর হাট স্কুল এন্ড কলেজের পুকুরে স্কুল পর্যায়ের ক্ষুদে ৩৫ জন সাঁতারুর মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

রোববার দুপুরে চাঁদপুর শহরের বাবুর হাট স্কুল এন্ড কলেজের পুকুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শেষে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান। বাবুর হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেনের সভাপতিত্বে অন্যানের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,সাঁতার উপ পরিষদের সভাপতি কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক তপন চন্দ,জাতীয় সাঁতারু ও প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান প্রমুখ।

একই দিনে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মাঠে আন্তঃস্কুল নারী হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চ্যাম্পিয়ন হয় বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের কলেজ এবং রানার্সআপ হয় মৈশাদী উচ্চ বিদ্যালয়।

সম্পর্কিত খবর