চাঁদপুর নৌ থানার ২৪ ঘন্টার অভিযানে ৭আসামী গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর নৌ থানার ২৪ঘন্টার অভিযানে ৭আসামী গ্রেফতার করা হয়েছে।গতকাল দৈনিক চাঁদপুর খবর পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ-থানার ওসি মো: কামরুজ্জামান।

এতে বলা হয়, ২জুন চাঁদপুর সদর সদর পৌরসভাধীন চাঁদপুর লঞ্চ টার্মিনালের নৌ পুলিশ ডিউটিরত অবস্থায় সিএনজি ও অটোরিক্সা চালকগণ যাত্রীদের হয়রানি ব্যাগ ধরে ও চিৎকার চেচামেচি হৈ চৈ করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি এবং এবং মারামারি অবস্থায় ১। মোঃ ইমাম হোসেন তফাদার (২৫), পিতা-আনোয়ার হোসেন, মাতা-রিজিয়া বেগম, সাং-উত্তর কেরোয়া, ৯নং ওয়ার্ড, থানা- রায়পুর, জেলা-লক্ষ্মীপুর, ২। মোঃ মনির গাজী (৩০), পিতা-মোঃ আলী হোসেন গাজী, মাতা- ফিরোজা বেগম, সাং-মাদ্রাসা রোড, ৭নং ওয়ার্ড,

৩। মোঃ হানিফ বেপারী (৬৫), পিতা-মৃত তাহের আলী, মাতা- সাফিয়া খাতুন, সাং-পশ্চিম বাগাদী ৮ নং ওয়ার্ড, ৪। মোঃ জুয়েল (২৫), পিতা-মোঃ শুরুর খান, মাতা- শেফালী বেগম, সাং-কাচা কলোনী, ৭নং ওয়ার্ড, ৫। রিয়াদ (২৫), পিতা-সুমন, মাতা-রেজিয়া, সাং- নিশি বিল্ডিং রোড, সর্ব থানা-চাঁদপুর সদর জেলা-চাঁদপুর,

৬। মোঃ সোহেল (২৫), পিতা-সফিক হালদার, মাতা-সুফিয়া বে গম, সাং-নিশি বিলিং রোড, ৭নং ওয়ার্ড, থানা ও জেলা- চাঁদপুর, ৭। আলী বেপারী (৩৪), পিতা-নুরুল ইসলাম বেপারী, মাতা-আম্মাতুন নেছা, সাং-পশ্চিম লাডুয়া (রামপুর বাজার), ৯ নং ওয়ার্ড, গোবিন্দপুর ইউপি, থানা-ফরিদগঞ্জ জেলা-চাঁদপুরদের আটক হয়।

আটককৃত ৬জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানার নন এফআইআর প্রসিকিউশন পুলিশ আইন ১৮৬১ এর ৩৪ ধারায় দাখিল করা হয়।

সম্পর্কিত খবর