চাঁদপুর পল্লী বিদুৎ সমিতি-২ সহযোগিতায় শাহতলীতে ফিরে পেলো বিদুৎ সংযোগ

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর পল্লী বিদুৎ সমিতি-২ এর সহযোগিতায় গতকাল ২৯ মে শাহতলী গ্রামসহ আশেপাশের গ্রামে ফিরে এলো বিদুৎ সংযোগ।

চাঁদপুর পল্লী বিদুৎ সমিতি-২ জিএম ও ডিজিএমের নির্দেশে ও সহযোগিতায় বিদুৎ অফিসের একাধিক টীম দিনভর কাজ করে বিদুৎ সংযোগ দিতে সক্ষম হয় ।

জানা গেছে ,ঘূর্নিঝড় রিমালের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় শাহতলী গ্রাম আশে-পাশের গ্রামের বিদুৎ সংযোগ,তার ও পিলার বিচ্ছিন্ন হয়ে পড়ে । চরম ভোগান্তিতে পড়ে বিদুৎতের শত শত গ্রাহক । গত তিনদিন শাহতলী গ্রাম বিদুৎবিহীন অন্ধকারে থাকে ।

বিষয়টি দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক মহোদয়ের পক্ষ থেকে গতকাল চাঁদপুর পল্লী বিদুৎ সমিতি-২ এর জিএম ও ডিজিএম মহোদয়কে ফোনে ও হোয়ারসপে জানালে কর্তৃপক্ষ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করেন এবং একাধিক টীম পাঠায় শাহতলীতে । সার্বক্ষনিক বিদুৎ অফিসের টীম সংযোগ স্থানে কঠোর পরিশ্রম করে বিদুৎ সংযোগ দিতে সক্ষম হয় ।

শাহতলী এলাকাবাসী চাঁদপুর পল্লী বিদুৎ সমিতি-২ জিএম ও ডিজিএম ও বিদুৎ অফিসের মাঠ পর্যায়ের শ্রমিকদের প্রতি কৃতজ¦তা জানিয়েছে ।

সম্পর্কিত খবর