চাঁসক সাবেক উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ আহমেদের কুলখানি

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল প্রফেসর সৈয়দ আহমেদ এর কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৯মে (বুধবার) মরহুমের বড় ছেলে ঢাকা সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার প্রকৌশলী বাহাউদ্দিন সুমনের উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলার সকদি রামপুর গ্রামের খান বাড়িতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে শতশত মুসল্লীগণ অংশগ্রহন করেন।

জানা গেছে, গত ২৬মে দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে তিনি ফরিদগঞ্জের সকদি রামপুর গ্রামের খান বাড়িতে বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮২বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে ও ২মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখেন। তার বড় ছেলে প্রকৌশলী বাহাউদ্দিন সুমন ঢাকা সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার। ছোট মেয়ের জামাতা জসিম উদ্দিন স্বপন ফরিদগঞ্জ উপজেলার ১নং বালুথুবা পশ্চিম ইউনিয়ন এর চেয়ারম্যান। মরহুমের জানাযার নামাজ ২৭মে বাদ জোহর বৈরী আবহাওয়ায় মধ্যে ফরিদগঞ্জ উপজেলার সকদি রামপুর গ্রামস্থ খান বাড়ির সংলগ্ন ফোরকানিয়া মাদরাসার সামনে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সম্পর্কিত খবর