মোঃ ইব্রাহিম খান: চাঁদপুর সদর ও জেলার অনান্য উপজেলার আহত ও কারানির্যাতিত যুবদলের নেতাকর্মীদের ফুল দিয়ে বরন করে নেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শেই কেন্দ্রীয় নেতৃবন্দ চাঁদপুরে এসে নেতাকর্মীদেরকে বরন সহ দিকনিদের্শনামূলক বক্তব্যও রাখেন।
শনিবার ( ২৫ মে ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক তরুন দে। তিনি তার বক্ত্যব্যে বলেণ চাঁদপুওে সাংগঠনিক কিছুটা দুর্বলতা রয়েছে। তবে এটা ঠিক যে বিগত আন্দোলন সংগ্রামে চাঁদপুর সদও সহ উপজেলার নেতাকর্মীদেও ভুমিকা ছিলো প্রসংশনীয়। আমরা এসেছি আপনাদের তথ্য নিতে। তবে আমার বিশ^াস চাঁদপুওে আপনার যারা নির্যাতিত তাদেও তথ্য আমাদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌছে গেছে। আপনাদেরকে অবশ্যই তারেক রহমান মুলায়ন করবেই।
তিনি আরো বলেন, এই সরকারের সাথে জনগনের কোন সর্ম্পক নেই। আওয়ামীলীগের প্রতি জনগনের কোন বিশ^াস নেই। আওয়ামীলীগ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। আওয়ামীলীগ দলের মুল যারা প্রতিষ্ঠাতা তারা কিন্তু দলের কোন পদেই নেই। যারা প্রতিষ্ঠাতার সময় ছিলোনা তারাই আওয়ামীলীগের মুল দলের বলে দাবি করছে।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সম্পাদক আনোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক রাহাদুল আলম খান, সদস্য নাছিরউদ্দিন সরকার শাওন,অ্যাডঃ নাহিদুল ইসলাম নাহিদ।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামাল পাটওয়ারী,সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, শামীম জমাদার, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান , সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ফরিদগঞ্জ উপজেলা যুবদল নেতা আব্দুল মতিন, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শীপন, হাইমচর উপজেলা যুবদলের নেতা জহির মাঝি,
আব্দুল মান্নান, মতলব উত্তর আহ্বায়ক রাশেদ জামান টিপু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল , মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান,মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড সাহেদুল হক মজুমদার সোহেল,হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন দুলাল , যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির সুমন , কচুয়া যুবদলের আহবায়ক মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ প্রধানিয়া, মিজানুর রহমান স্বপন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ জেলা ও উপজেলা যুবদলের কারা নির্যাতিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরন কওে নেন।