শাহতলীতে খান বাড়ি নির্বাসী ওহাব খানের দাফন সম্পন্ন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের ইসলাম খান বাড়ি নির্বাসী শাহতলী জিলানী চিশতী কলেজের এমএলএসএস মো: কামাল আহমেদ খান এর ভাই ওহাব খান ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউন)।
গতকাল ২২মে (বুধবার) সকাল ৬টায় কিডনী জণিত রোগে আক্রান্ত হয়ে হাজীগঞ্জে নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬০বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ ২২মে বাদ আসর শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের চাচাতো ভাই হাফেজ কাইয়ুম খান। মরহুমের প্রথম জানাযার নামাজ হাজীগঞ্জ বড় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। দু-দফা জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজীর পরিচালনায় জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের চাচা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুকবুল হোসেন খান, শাহতলী জিলানী চিশতী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: হারুন অর রশিদ, মরহুমের জামাতা জসীম পাটওয়ারী, হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কমিশনার জিসান আহমেদ সিদ্দিকী।

এসময় মরহুমার জানাযার নামাজে অংশগ্রহন করেন শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, শাহতলী কামিল মাদরাসার জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, জিলানী চিশতী কলেজের প্রদর্শক মো:মুঞ্জুর হোসেন পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রব মাস্টার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, সমাজসেবক মো: মাহবুবুল আলম খান বদু, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মুনির চৌধুরী,

৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, ৪নং ওয়ার্ডের মেম্বার মো: বিল্লাল হোসেন খান, স্থানীয় জামাল কারী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মো: বাহাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুন বিডিআর, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, স্থানীয় আবুল হোসেন গাজী, শাহতলী কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, স্থানীয় মো: নুরুল হক মুন্সি, মুরহুমের ভাই কামাল আহম্মেদ খান, ইকবাল খান, মিজানুর রহমান খান।
শোক প্রকাশ

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সম্পর্কিত খবর