চাঁদপুরে উপকুলীয় নির্বাচনী এলাকায় উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করছেন কোস্টগার্ড

চাঁদপুর খবর রির্পোট: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরে উপকুলীয় নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে কোস্ট গার্ড।

গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে উল্লেখ করা হয় ২১ মে ২০২৪ তারিখ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের নির্বাচনের দ্বিতীয় ধাপে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের আয়োজনের লক্ষ্যে অন্যান্য রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড গত ১৯ মে ২০২৪ তারিখ হতে মোবাইল ও ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত রয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর জেলার সদর উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে।
এছাড়াও নদীর তীরবর্তী ও চর অঞ্চলে অবস্থিত কেন্দ্র সমূহ বাংলাদেশ কোস্ট গার্ড পর্যাপ্ত জনবল উচ্চ গতিসম্পন্ন টহল বোট ও জাহাজের মাধ্যমে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের এ কার্যক্রম নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর