ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

১৮ মার্চ শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব ভবনের হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামী ফ্রন্ট চাঁদ উপজেলা কমিটির সভাপতি আল্লামা রফিকুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আব্দুস সামাদ, দেশের বর্তমান বিভিন্ন প্রেক্ষাপট ও নির্বাচনী কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।

এ সময় তিনি বলেন সরকার যেভাবে আমাদেরকে নাচায় আমরা এ দেশের মানুষ সেভাবে নাচতে থাকি। বাংলাদেশ নির্বাচন কমিশন কোনভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দিতে পারেননি। এটা সরকার ও নির্বাচন কমিশনের ব্যর্থতা।

বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন সুন্দর একটি রাষ্ট্র গঠনে দল মত নির্বিশেষে ঐক্যের বিকল্প নেই।

এদেশের মানুষ সবাই যদি এক ছাতার নিচে এসে সকল মতামত ভুলে গিয়ে সুন্নি জমায়েতের ব্যানারে কাজ করে তাহলে সুন্দর একটি রাষ্ট্র গঠন সহ এ দেশ থেকে সকল অন্যায় অবিচার দূর করতে সক্ষম হবে।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ গাজী আব্দুর রহিমের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন যুবসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক বজলুর রশিদ সোহেল, সাধারণ সম্পাদক মোঃ নবাব খান ও ছাত্রসেনা জেলা শাখার সহ-সভাপতি কামরুল হাসান সহ ইসলামী ফ্রন্ট যুবসেনা, ছাত্রসেনা সহ সকল নেতৃবৃন্দগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর