ফরিদগঞ্জে একইদিনে ৩ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জে বার্ধক্যের কারণে একইদিনে তিন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মে) রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে তাঁদের নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত বীর মুক্তিযোদ্ধারা হলেন- উপজেলারবালিথুবা পশ্চিম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ মিয়াজী (৭৮), একই ইউনিয়নের দেইচর গ্রামের খাঁন বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা চাঁদ খাঁন (৭২) ও গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের তপাদার বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল কাদের তপাদার (৭৫)।

এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যাহ তপাদার। তিনি বলেন, বার্ধক্য জনিত কারণে বৃহস্পতিবার (১৬ মে) দিনগত রাতে তাঁদের নিজ নিজ বাড়িতে আমাদের তিনজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মারা যান। তাঁদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত দল পৃথকভাবে বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদান করেন।

সম্পর্কিত খবর