চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক (যুক্তিবিদ্যা) শামীমা আক্তারের জানাযার নামাজ অনুৃষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬মে (বৃহস্পতিবার) সকাল ৮টায় ফরিদগঞ্জে মরহুমার শ্বশুর বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা গেছে, গত ১৫মে (বুধবার) রাত ৯টায় ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৬১বছর। তিনি মৃত্যুকালে স্বামী, ২ছেলে ও ২মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার।