হাইমচরে আদালতের রায় না পেয়ে বিবাদীদের উপর হামলা, আহত : ৪

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামে মামলায় নিজ পক্ষে রায় না পাওয়ায় বিবাদীদের উপর অতর্কিত হামলা এবং সম্পত্তিতে প্রবেশ করে প্রায় দুই লক্ষ টাকার গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের মোঃ আমানত আখন ওরফে খোরশেদ আলম (৪৫) গংদের বিরুদ্ধে।

গত ১৪ মে মঙ্গলবার সকাল পৌনে ৮ টায় দক্ষিণ আলগী মিজি বাড়িতে ভুক্তভোগী মোঃ রবিউল্যাহ মিজির ভোগদখলিও বি,এস ১১৯ নং খতিয়ানের ৫৭৮ দাগের সম্পত্তির উপর এ ঘটনা ঘটে।

অভিযোগ থেকে জানা যায়, মোঃ রবিউল্যাহ মিজি গংদের সাথে পূর্ব থেকেই জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে মোঃ আমানত আখন ওরফে খোরশেদ আলম গংদের।

মোঃ আমানত আখন্দ ওরফে খোরশেদ আলমের পিতা মোঃ হানিফ আখন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দরঃ মোঃ ৭৪২/২০১৬ ইং একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি বিচার ফাইলে মিস নং ১৫৮/১৯ ইং মোকদ্দমায় রূপান্তরিত হলে বিজ্ঞ আদালত বিগত ২৫/০৯/২০২২ ইং মামলাটি খারিজ করে দেন। পরবর্তীতে মোঃ হানিফ আখন এর ছেলে বাসু আখন ওরফে মোঃ সাইফুদ্দিন উক্ত আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন মোকদ্দমা ৩৮০/ ২০২২ ইং দায়ের করিলে শুনানি তারিখে নিম্ন আদালতের আদেশ বহাল রেখে বর্ণিত মোকদ্দমার নালিশি ভূমি মোঃ রবিউল্যাহ মিজি গংদের পক্ষে ভোগদখলে থাকবে আদেশ দিয়া মোকদ্দমাটি খারিজ করিলে মোঃ আমানত আখন্দ ওরফে খোরশেদ আলম গংরা ক্ষিপ্ত হইয়া মোঃ রবিউল্যাহ মিজি গংদের ভূমিতে প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালিয়ে ১৫০ টি সুপারি গাছ, ৮ টি ফলসহ আমগাছ, ৮ টি কাঁঠাল গাছ,

৬ টি সেগুন গাছ, ৪ টি জারুল গাছ, ৪ টি রওনা গাছ, ২ টি রেন্টি গাছ কাটিয়া নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। এসময় মৃত আব্দুল হাইয়ের স্ত্রী মোসাম্মৎ নাসিমা বেগম, মোহাম্মদ রবিউল্লা মিজির স্ত্রী মোসাম্মৎ রোজিনা বেগম, খাজা আহমদ এর পুত্র মোহাম্মদ রাজিব ও তার স্ত্রী মোসাম্মৎ শিল্পী বাধা প্রদান করিলে তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে কাটা ফাটা সহ মারাত্মক জখম করেন।

উক্ত ঘটনার ডাক চিৎকার শুনিয়া এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করিয়া দ্রুত চিকিৎসার জন্য হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

উক্ত ঘটনায় মোঃ রবিউল্যাহ মিজি বাদী হয়ে বিজ্ঞ বিচারক আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় যাদেরকে বিবাদী করেন তারা হলেন (১)মোঃ আনামত এখন ওরফেক খোরশেদ আলম (৪৫), (২) মোঃ নেয়ামত আখন (৪৭), (৩) মোঃ মোতালেব আখন (৪৯), (৪) বাসু আখন ওরফে সাইফুদ্দিন আখন, সর্ব পিতা মৃত মোঃ হানিফ আখন। সর্ব সাং -দক্ষিণ আলগী, পোঃ আলগী বাজার, থানা-হাইমচর, জেলা চাঁদপুরসহ আরো অজ্ঞাত নামা ৫/৬ জন রয়েছে।

সম্পর্কিত খবর